SIP এর মাধ্যমে মাত্র 15 বছরে 2 কোটি টাকা গড়ার সুযোগ!

Spread the love

দুবেলা, অলিভিয়া মন্ডল: SIP এর মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে বর্তমানে মাত্র 15 বছরে 40 হাজার টাকার মাসিক অবদানে 2 কোটি টাকা জমানোর অসাধ্যকে পূরণ করার সুযোগ করে দিয়েছে। বর্তমানে মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে SIP একটি জনপ্রিয় বিনিয়োগ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। মাসে কিছু সংখক অঙ্কের সম্পদ রেখেও দীর্ঘমেয়াদে তার সম্পদকে অধিক করতে পারেন সেক্ষেত্রে SIP একটি মোক্ষম বিকল্প।

সেক্ষেত্রে বিনিয়োগকারীদের উচিত তাদের আর্থিক লক্ষ্য ও ঝুঁকির মান অনুযায়ী সম্পদ নির্বাচন করা উচিত। মিউচুয়াল ফান্ডগুলি ইক্যুইটি, ঋণ, সোনা এবং রিয়েল এস্টেটের মতো বিভিন্ন সম্পদ শ্রেণিতে বিনিয়োগের সুযোগ দেয়। 15 বছরে 2 কোটি টাকা জমানোর লক্ষ্য পূরণ করতে প্রতি মাসে প্রায় 42,100 টাকা বিনিয়োগ করতে হতে পারে।

সেক্ষেত্রে বিনিয়োগকারিদের মোট বিনিয়োগ করতে হবে 75.78 লক্ষ কিন্তু লাভের পরিমাণ হবে প্রায় 1.24 কোটি (অর্থাৎ 12% রিটার্ন) তবেই 15 বছরে 2 কোটি টাকার মূলধন তৈরি সম্ভব । বড় কোম্পানির ফান্ড গুলির মধ্যে বার্ষিক ১২% থেকে ১৬% রিটার্ন দিতে পারে। মাঝারি ও ছোট কোম্পানির ফান্ডে তুলনামূলকভাবে বেশি রিটার্নের সম্ভাবনা থাকলেও, এগুলির ঝুঁকির মাত্রাও বেশি।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment