নব নালন্দা প্রাক্তনীদের উদ্যোগে ক্রিকেট লিগ

Spread the love

দুবেলাঃ করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরছে শহর কলকাতা। শহর যখন প্রস্তুতি নিচ্ছে ২ বছর পর দুর্গাপুজোর জন্য। তখনই নব নালন্দা অ্যালুমনির উদ্যোগে কলকাতার বুকে হয়ে গেল প্রথম ক্রিকেট লিগ। লিগে অংশগ্রহণ করে ১০টি টিম। মোট ১১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। টিম তৈরি হয় আইপিএলের অকশানের মাধ্যমে।

লেক ক্লাবে পয়েন্টের মাধ্যমে অকশন করে টিম গঠিত হয় ১০টি টিম। ২৮শে আগস্ট কলকাতার টার্ফ লেনে দিবা-রাত্রি বক্স ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচের উন্মাদনা ছিল চোখে দেখার মতন। পুরো ম্যাচের লাইভ সম্প্রচার করা হয় অ্যাপের মাধ্যমে। মাঠে আগত দর্শকরা ছাড়াও দূর দূরান্ত থেকেও মানুষ ম্যাচের সরাসরি উপভোগ করে। বিভিন্ন টিমের রঙিন জার্সি থেকে সমর্থকদের প্রিয় টিমের জন্য গলাফাটানো সবটাই ছিল নজরকাড়া। নব নালন্দা অ্যালুমনির উদ্যোগে ক্রিকেট লিগের খেতাব জেতে ‘নটি বয়েজ’। রানার্স হয় ‘রেড প্যানথার’।

ফেরার প্লে ট্রফি যায় ‘আজু-দি ট্রেলব্লেজারে’র ঝুলিতে। টুরনামেন্টের হাত ধরে ২ বছর পর আবার যেন মিলন উৎসব পালন করল নব নালন্দা অ্যালুমনি। এদিন কভিডে যে সমস্ত প্রাক্তনীদের হারিয়েছেন তারা, তাদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন জানানো হয়। সব মিলিয়ে উৎসেবর আবহ তৈরি হয় নব নালন্দা অ্যালুমনির ক্রিকেট লিগকে কেন্দ্র করে। প্রসঙ্গত আগামী বছরের জানুয়ারিতেই হতে চলেছে নব নালন্দা অ্যালুমনির রিইউনিয়ন ‘আলিঙ্কন’।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment