আইএসএল ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও মুম্বাই, কে হাসবে জয়ের হাসি?

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : আজ ৪ মে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে আই এস এল ফাইনাল। মুখোমুখি লড়বে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টস। সেমি ফাইনালে গোয়া কে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌছায় মুম্বাই। অপরদিকে মোহনবাগান বনাম ওড়িশার খেলায় ২-০ গোলে ওড়িশাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মোহনবাগান।

আরও পড়ুন : বিপর্যস্ত হচ্ছে কলকাতার ফুসফুস, প্রতিবাদ বিশেষজ্ঞদের

আজ সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হতে চলেছে খেলা। মোহনবাগান সমর্থকরা সকলেই উত্তেজিত। এর আগে ৬ বার লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। মোহনবাগান কোচ হাবাস সম্ভবত এই ম্যাচের পরেই অবসর নেবেন। তাই তৃতীয় বারের মতো মুম্বাইকে হারিয়ে ট্রফি জয় না করা অবধি তিনি কিছুতেই সন্তুষ্ট হবেন না। অপর দিকে মুম্বাইয়ের কোচ ক্র্যাটকিও তার দল নিয়ে সম্পুর্ন তৈরি, কলকাতার মাঠে মোহনবাগানকে হারানোর জন্য। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সমর্থকদের জয়ধ্বনি থামিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তারা, আত্মবিশ্বাসী পেতহ্ ক্র্যাটকি।

আরও পড়ুন : সত্যিই কি ধোনি? নাকি অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ!!

সন্ধ্যেবেলা দর্শকদের কোলাহল ও সমর্থনে ভরে উঠবে যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে শেষ হাসিটা হাসবে কে? মুম্বাই কি পারবে গত দুবারের বদলা নিতে? নাকি মোহনবাগান সপ্তম আই লিগ চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড গড়বে? উৎকণ্ঠায় সমর্থকরা।

আরও পড়ুন : রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment