১১১ নম্বর ওয়ার্ডে মডেল স্কুল

Spread the love

দুবেলা, সায়ন দাস : আজ কলকাতা কর্পোরেশনের ১১১ নম্বর ওয়ার্ডের কলকাতা কর্পোরেশন কর্তৃক পরিচালিত নেতাজি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় নবায়ব ও সংস্কারের উদ্বোধন হলো। উদ্বধন করলেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ১১১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সন্দীপ দাসের সহযোগিতায় এই বিদ্যালয় নতুন ভাবে গড়ে উঠলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নম্বর বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতার চেয়ারম্যান কার্তিক মান্না, ১১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা কর মজুমদার, বিশিষ্ট চলোচ্চিত্র শিল্পী অসীম রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

আরও পড়ুনঃ গঙ্গা পাড় মাত্র ৪৬ সেকেন্ডে

নবরূপে নির্মিত এই বিদ্যালয়ে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি মাধ্যমে ক্লাসের সুবিধা, স্মার্ট ক্লাসের সুবিধা, রয়েছে খেলার সরঞ্জাম, গ্রন্থাগার, প্রার্থনা কক্ষ, কম্পিউটারের সুবিধা এবং আরও অনেক জিনিস যা ছোটো শিশুদের স্কুলমুখী করে তুলবে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইরুপ চিত্র বিরল। কিন্তু সেই অসাধ্যসাধন করে দেখিয়েছেন ১১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাস।

আরও পড়ুনঃ অমর্ত্য সেনকে জমি খালি করার নোটিশ বিশ্বভারতীর

এইদিন বক্তব্য রাখার সময় মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “এই স্কুলে এসে বাচ্চারা ছবির মাধ্যমে, প্রজেক্টারের মাধ্যমে ক্লাস করতে পারবে। কম্পিউটার শিখতে পরবে। অত্যাধুনিক স্কুলগুলিতে যা পরিষেবা প্রদান করা হয় এখানেও সেই পরিষেবা মিলবে।” ১১১ ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ দাস বলেন, ” এই স্কুলের বাচ্চারা বিদ্যাকে বহন করে নয় বাহন করে এগিয়ে নিয়ে যাবে।” প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতার চেয়ারম্যান কার্তিক মান্না বলেন, ” কলকাতার ১৪৪ টি ওয়ার্ড যদি এই পথ অনুসরণ করে তাহলে বাংলা ভারত সভায় শ্রেষ্ঠ আসন পাবে।”

আরও পড়ুনঃ “ও টাকা ছাড়া কিছুই বোঝে না….” ট্রোলের শিকার ইলন মাস্ক !!

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment