একশো দিনের টাকা নিয়ে অধিবেশন প্রশ্ন বাম-বিজেপির

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: তিনমাস ধরে কোনো অর্থ দেওয়া হচ্ছে না একশো দিনের মজুরদের । এ নিয়ে পুরো অধিবেশন জুড়ে প্রশ্ন তুললো বাম এবং বিজেপি।সঠিক সময়ে টাকা না দেওয়ার দাবি তুলছে CPM ও। বাম বিজেপি একসাথে মেওরের কাছে আবেদন একশো দিনের টাকার সমস্যা যত দ্রুত সম্ভব মেটানো দরকার।

প্রায় সময় এই একই সমস্যা একশো দিনের টাকা নিয়ে ।নাজেহাল হয়ে পরে সাধারণ খেটে খাওয়া মজুররা। এবারে এক শুরে বাম বিজেপির আবেদন।উত্তরে মেওর জানিয়ে দিলেন, পুরো নগরায়ণ দপ্তরে অর্থ দপ্তরের কাছে চিঠি পাঠানো হয়েছিলো। এমনকি সেই চিঠির উত্তর এসেছে এবং সমস্যা ও সমাধান হয়েছে।

মেয়রের বক্তব্য অনুযায়ী গত পরশুদিন অর্থদপ্তর জানিয়েছে একই সঙ্গে টাকাও পাঠানো হয়েছে। অতএব আগামী তিনদিনের মধ্যে একশো দিনের টাকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েদিলেন অধিবেশনের মেয়র ফিরহাদ হাকিম।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment