শেষের পথে কল্যাণী এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ

Spread the love

দুবেলা, অলিভিয়া মন্ডল: কল্যানী এক্সপ্রেসের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে। সোদপুর মুরাগাছা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার বিস্তৃত রোড টির কাজ শেষ, কিন্তু এখনও মুরাগাছা থেকে নিমতা প্রায় ৪ কিমি পথের কাজ এখনও বাকি। কল্যানী এক্সপ্রেস আবার বেলঘরিয়া এক্সপ্রেসের সাথে সংযুক্ত হবে সেই কাজও শুরু হয়ে গিয়েছে। আশা করা যায় এই বছরের মধ্যেই কাজ পুরোপুরি সম্পন্ন হবে।

কল্যানী এক্সপ্রেস দীর্ঘ ৪৪ কিলোমিটার (২৫ মাইল) বিস্তৃত এই রোডটি কলকাতা শহরের সঙ্গে নদীয়া জেলার উপনগরী গুলির সাথে সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতায় রাস্তা টি শুরু হয়ে কল্যানী অবধি প্রসারিত হয়েছে। আবার নিমতা মোড় থেকে বেলঘরিয়া এক্সপ্রেসের সাথে একটি ব্রিজের ন্যায় যুক্ত হবে।

ফলে খুব সহজে মানুষ এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছে যেতে পারবে অর্থাৎ নদীয়া থেকে উত্তর ২৪ পরগনা হয়ে কলকাতা পৌঁছে যেতে পারবেন নিমিশেই। কলকাতা মেট্রোপলিটন অথরিটি এই রাস্তাটি রক্ষণা বেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। দীর্ঘ কয়েক বছর ধরে আইনী জটিলতায় আটকে ছিল এই রোডের কাজ যা এখন প্রায় শেষের দিকে। সূত্রের দাবি ২০২৬ এর আগেই এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। অপেক্ষায় দিন গুনছেন নগরবাসী ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment