দুবেলাঃ করনদীঘিতে বাইকের ধাক্বাতে প্রান গেল আদিবাসী যুবকের। মটরসাইকেলের ধাক্কাতে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনাতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীপুরে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,সোমবার সন্ধ্যাতে করনদীঘি ব্লকের দমদমা শ্রীপুর গ্রামের বাসিন্দা গোরা হেমব্রম(৪০) বাড়ী থেকে বেরিয়ে জিনিষ কিনতে আসেন।শ্রীপুরে রাজ্যসড়ক হেঁটে পেরোচ্ছিলেন তিনি।আচমকাই দ্রুতগতিতে আসা একটি বাইক তাকে পিছন থেকে ধাক্কা মারে।মাটিতে লুটিয়ে পড়েন আদিবাসী যুবক গোরা হেমব্রম।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।দুর্ঘটনা ঘটিয়ে বাইক ফেলে চম্পট দেয় বাইকচালক।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গন্জে পাঠিয়েছে।পলাতক বাইকচালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
