গর্ভবতী নারীদের প্রাণরক্ষায় IIT মাদ্রাজের নতুন প্রযুক্তি

Spread the love

দুবেলা, আলিভিয়া মন্ডল: গর্ভবতী নারীদের প্রাণঘাতী রোগ প্রি-একল্যাম্পসিয়া রুখতে অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছে IIT মাদ্রাজ। অত্যাধুনিক ফাইবার অপটিকস প্রযুক্তির সাহায্যে তৈরি এক নতুন ধরনের POC বায়সেন্সার। এর মাধ্যমে খুব দ্রুত ও কম খরচে প্রি – একলেম্পসিয়া চিহ্নিত করা যাবে।

প্রি – এক্ল্যাম্পসিয়া হল একটি প্রাণঘাতী রোগ যা গর্ভবতী নারীদের হয়ে থাকে যার হলে মা সহ তার সন্তানের জন্য অত্যন্ত ক্ষতিকর। বর্তমানে প্রচলিত পদ্ধতি অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল এমনি এই পদ্ধতি সর্বত্র পাওয়া সম্ভব ও নয়। তাই এই নতুন উদ্ভাবনের সন্ধান করা হয়েছে। গবেষকরা জানান এই পদ্ধতির দ্বারা মাত্র ৩০ মাইক্রলিটার রক্তের মাধ্যমে সেই প্রাণঘাতী রোগ শনাক্ত করা সম্ভব।

IIT মাদ্রাজের অধ্যাপক ভি. ভি. রঘবেন্দ্র সাই বলেন “আমরা পলিমথাইল মেথাক্রিলেট ভিত্তিক ইউ-বেন্ড পলিমারিক অপটিকাল ফাইবার সেন্সর তৈরি করেছি যা পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য এবং অত্যন্ত সহজ। ডঃ রতন কুমার চৌধুরী মতে “P-FAB প্রযুক্তির ব্যবহার শুধু প্রি-এল্যাম্পসিয়া নয়, ভবিষ্যতে ক্যান্সার, যক্ষা, আলঝেইমার মত রোগ ও শনাক্ত করতে পারবে।”

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment