দুবেলা, রিয়া বিশ্বাস: চাঁচল থানার অন্তর্গত ভগবতীপুর গ্রামে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। বুধবার রেশন শিবির চলাকালীন দ্রুতগতিতে ছুটে আসা এক ট্রাক্টরের চাকা খুলে সরাসরি ঢুকে পড়ে রেশন ডিলার জয়ন্ত কুণ্ডুর শিবিরে। ঘটনাস্থলেই ছ’জন আহত হন, যাদের মধ্যে এক বালকের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: দোলের আগে তাপমাত্রার পরিবর্তন
স্থানীয়রা জানান, দীর্ঘ এক মাস ধরে এই এলাকায় মাটি বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে চলাচল করছে। রাস্তা সরু হওয়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল, আর এদিন সেটাই সত্যি হলো। দুর্ঘটনার সময় রেশন শিবিরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। হঠাৎ করে চাকা ছুটে এসে সিমেন্টের খুঁটিতে আঘাত করলে খুঁটিটি ভেঙে পড়ে, তাতেই গুরুতর আহত হন রেশন ডিলারসহ অন্যান্যরা।
আরও পড়ুন:অবসর নিয়ে কি বললেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সদস্য?
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য বারংবার ট্রাক্টর চালকদের ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ করা হলেও তারা তা শোনেননি, বরং তর্কে জড়িয়েছেন। প্রশাসনকেও জানানো হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এক বাসিন্দা তার বাড়ির বারান্দার খুঁটি ভেঙে গেছে, তবে ভাগ্যক্রমে পরিবারের সবাই নিরাপদে আছেন। স্কুলগামী শিশুরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ফলে আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও।
এ ঘটনার পর চাঁচল থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ট্রাক্টরটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালকের খোঁজ চলছে এবং ট্রাক্টরের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তা দিয়ে ট্রাক্টরের চলাচল বন্ধ করতে হবে বা যান নিয়ন্ত্রণের জন্য সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে হবে, নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ