মোরাদাবাদে উত্তাল বৃষ্টিতে বিপর্যয়,একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি

Spread the love

দুবেলা, মনোমিতা কুন্ডু: সোমবার রাতে প্রবল বর্ষণে উত্তরপ্রদেশের মোরাদাবাদ সহ শহরের বিভিন্ন এলাকা জলের নিচে তলিয়ে যায়। কাটঘর এলাকায় দেখা গেছে চরম জলাবদ্ধতা, যার ফলে সাধারণ মানুষ ও যান চলাচলে তীব্র অসুবিধার সৃষ্টি হয়। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ মে পর্যন্ত মোরাদাবাদে আংশিক মেঘলা আকাশ এবং এক-দু’বার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শহরবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে সতর্ক থাকার !

এদিকে, আবহাওয়া অধিদপ্তর রাজ্যটির পাশাপাশি উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বেশ কয়েকটি রাজ্যের জন্য ৫ মে একটি কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে। এর মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা। তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় প্রবল ঝড়-বৃষ্টির প্রভাবে একটি টোল প্লাজার ছাদ আংশিকভাবে ভেঙে পড়ে। দুধেদা এলাকায় অবস্থিত এই টোল প্লাজার ছাদটি প্রবল ঝড়ো হাওয়ার কারণে ধসে পড়ে। সৌভাগ্যবশত, ঘটনার সময় সেখানে কোনো গাড়ি বা মানুষ উপস্থিত না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকাতেও বহু গাছ উপড়ে পড়েছে। তেলেঙ্গানার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কায় আবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে আদিলাবাদ, নিজামাবাদ, জগতিয়াল, হনমকোণ্ডা, নির্মল, নলগোন্ডা, সুর্যপেট, জয়াশঙ্কর ভূপালপল্লি ও পেদ্দাপল্লি। বেশ কিছু এলাকায় এই সতর্কতা ৭ মে পর্যন্ত বহাল থাকবে।

রাজস্থানের মাউন্ট আবু-তে রবিবার রাতে বৃষ্টির পর সোমবার সকালে ঘন কুয়াশা ছেয়ে যায়। ফলে দিনের বেলাতেও গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলতে হয়েছে। যদিও আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে পর্যটকরা বেশ আনন্দ উপভোগ করেছেন। এর সাথে রাজস্থানের পূর্ব ও পশ্চিম অঞ্চল, পাঞ্জাব, জম্মু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও গুজরাটেও তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রপাত দেখা যায়। অন্যদিকে, মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডের কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হয়েছে। পূর্ব ভারতের মেঘালয় ও ওড়িশার কিছু এলাকায়ও প্রবল বৃষ্টির খবর পাওয়া গেছে।

দেশজুড়ে এই বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে রাজ্য ও জেলা প্রশাসনগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment