দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : সোমবার ও মঙ্গলবার দুদিন বৃষ্টির ফলে গরম অনেকটাই কমেছে রাজ্যে। স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। তবে তাপপ্রবাহ নিয়ে আবার সর্তকতা জারি করল দিল্লির মৌসম ভবন।
আরও পড়ুন : দৃশ্য দূষণ ঠেকাতে নয়া নীতি কলকাতা পুরসভার
বুধবার অর্থাৎ ৮ই মে থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার শুরু হবে আবহাওয়ার পরিবর্তন। বুধবার থেকে সামনের সোমবার অর্থাৎ ১৩ ই মে পর্যন্ত, টানা পাঁচ দিন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের পশ্চিমের বেশ কিছু অঞ্চল ও সারা পশ্চিম ভারত জুড়ে তাপ প্রবাহের প্রকোপে পড়বে স্থানীয় বাসিন্দারা। তবে পূর্ব ও দক্ষিণ ভারতে কমতে চলেছে তাপ প্রবাহের মাত্রা। আবহাওয়া দপ্তরের মতে আগামী পাঁচ দিন সৌরাষ্ট্র, গুজরাট, বিদর্ভ, রয়ালসীমা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল সাথে মধ্য কর্ণাটক, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ ভয়াবহ রূপ ধারণ করবে। তবে সুখবর বঙ্গবাসীর জন্য। পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্থিতিশীল থাকবে বলেই ঘোষণা আবহাওয়া দপ্তরের। তার সাথে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই হতে চলেছে ঝড় বৃষ্টি। তাপমাত্রার পারদ নিয়ন্ত্রণে থাকবে।
আরও পড়ুন : প্রচারে বেরিয়ে আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী
এই সপ্তাহে বৃষ্টির ফলে তাপমাত্রা অনেক কমেছে। ফলে আবহাওয়াও ঠান্ডা হয়েছে। অনেক দিনের প্রতীক্ষার পর শান্তির ঘুম ঘুমিয়েছে রাজ্যবাসী। তবে এই সপ্তাহের পর আবার বাড়তে পারে তাপমাত্রা। তবে আগের মত তাপপ্রবাহ বা লু থাকবে কিনা তা নিয়ে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত শীতল আবহাওয়ায় পরিতৃপ্ত শহরবাসী।
আরও পড়ুন : বুধবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন সহজেই