একাদশ ও দ্বাদশে পড়তে পারবে মেয়েরাও, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এখন কোয়েট

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফের জন্মদিন উপলক্ষে শুক্রবার স্কুল কর্তৃপক্ষ জানান এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছেলেদের সাথে সাথে পড়তে পারবে মেয়েরাও বিভাগে আগেই মেয়েদের পড়ার ব্যবস্থা করা হয়েছে তবে বাকি রয়েছে পঞ্চম থেকে দশম শ্রেণী। সেই পরিকল্পনা রয়েছে জানান স্কুল কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেই পরিকাঠামো না থাকায় এখনি সেটা সম্ভব নয়।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর বক্তব্যে সমর্থন প্রাক্তন পাক মন্ত্রীর, কটাক্ষ বিজেপির

এর আগেও অনেক স্কুল প্রথা ভেঙে সহ শিক্ষা চালু করেছে। সেই সব স্কুলের প্রধান শিক্ষক/ শিক্ষিকারা জানান যে স্কুলে ছাত্র সংখ্যা কম হয়ে যাওয়ায় তাদের এই সিদ্ধান্ত নিতে হয়। তবে স্কটিস চার্চ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বিভাস সান্যাল জানান ছাত্র সংখ্যা কম হওয়ার কোনো প্রশ্নই নেই। অনেক অভিভাবকরা অনুরোধ করেছিলেন তাই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়। ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ। তার আগেই ৬৫ থেকে ৭০ জন ছাত্রী ইতিমধ্যেই ফর্ম ফিলআপ করেছে।, জানায় স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ময়দানে মহিলার দগ্ধ দেহ উদ্ধার, মৃত্যু কারণ এখনো ধোঁয়াশায়

স্কটিস চার্চ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে একাদশ ও দ্বাদশের মেয়েদের জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় বাথরুম, কমনরুম ইত্যাদি সবই তৈরি করা হয়েছে। ভবিষ্যৎ -এ পঞ্চম থেকে দশম শ্রেণিতেও সহশিক্ষা নিয়ে অগ্রসর হবেন।

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে লাল সতর্কতা, ভাঙতে চলেছে তাপমাত্রার সমস্ত রেকর্ড

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment