স্কাউট ও গাইডদের ভূমিকায় প্রশংসা পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের 

Spread the love

দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: পূর্ব রেলওয়ের উদ্যোগে আজ ফেয়ারলি প্লেসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো স্টেট কাউন্সিলের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মহাব্যবস্থাপক ও সংগঠনের প্যাট্রন শ্রী মিলিন্দ দেওউস্কর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মুখ্য প্রধান কর্মী আধিকারিক ও স্টেট চিফ কমিশনার শ্রীমতী জারানি ফিরদৌসি, মুখ্য প্রধান প্রকৌশলী শ্রী বিক্রম গুপ্ত, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (EnHM) শ্রী সুদর্শন বিজয়, এবং চিফ পার্সোনেল অফিসার (অ্যাডমিনিস্ট্রেশন) ও স্টেট কমিশনার (গাইডস) শ্রীমতী জে.পি. কুসুমাকর সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।

দিনের সূচনা হয় প্রার্থনার মধ্য দিয়ে। এর পরেই এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় গত আর্থিক বছরের সংগঠনের সাফল্য ও বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ। সভায় মূলত আলোচনা হয় আগামী বছর অনুষ্ঠিতব্য ২১তম অল ইন্ডিয়া রেলওয়ে জাম্বোরেটের প্রস্তুতি নিয়ে। যার আয়োজনের গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে পূর্ব রেলওয়ের হাতে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী মিলিন্দ দেওউস্কর স্কাউট ও গাইডদের ভূমিকাকে গভীরভাবে সম্মান জানিয়ে বলেন, “স্কাউট ও গাইডরা শুধুমাত্র শৃঙ্খলাবদ্ধ নন, তাঁরা চ্যালেঞ্জ নিতে সাহসী, বিশ্লেষণধর্মী মানসিকতাসম্পন্ন এবং সর্বদা সেবার জন্য তৈরি। এই মানসিকতাই একটি মজবুত সমাজ গড়ে তোলে।” তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে স্কাউটদের ভূমিকা সত্যিই অনন্য। সেইসঙ্গে ইউনিট লিডারদের উদ্দেশে তিনি আহ্বান জানান—স্কাউট সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে যেন আরও মনোযোগী হওয়া হয়।

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment