দুবেলা, ঋত্বিকা ঘোষ : আরো এক ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকলো কলকাতা শহর। গঙ্গার বুক চিঁড়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পাড় হল মেট্রো। সকাল ১০ টায় হাওড়া থেকে এসপ্ল্যানেড এর উদ্দেশ্যে পূর্ণাঙ্গ গতিতে রওনা দেয় মেট্রো। গঙ্গার গর্ভে থাকা ৫২০ মিটার টানেলটি পাড় হতে সময় নেয় ৪৬ সেকেন্ড।
স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার! মুকুলের প্রসঙ্গে মমতার মন্তব্য
চলতি বছরের ডিসেম্বর মাসে জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে এই ব্যবস্থা এমনটাই জানালেন কেএমআরসিএল মেট্রো কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এর মধ্যে পড়বে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দূরত্ব ৪২.৮ কিলোমিটার । গত ১২ এপ্রিল প্রথম ট্রায়াল হয় এবং তাতেও সফল হয় মেট্রো কর্তৃপক্ষ। গঙ্গার ৩২ মিটার গভীরে তৈরী হয়েছে এই সুড়ঙ্গ পথ। এখন আগামী সাত মাস চলবে এই ট্রায়াল পর্ব। আর এর পরই এই অসাধারণ বিষয়টি উপভোগ করতে পারবে সকল যাত্রী।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ