শহরে প্রথম ডার্বি, কেমন প্রস্তুতি দুই প্রধানের

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডল :- রাত পোহালেই কলকাতায় মেগা ডার্বি। দীর্ঘ আড়াই বছর পর এই ম্যাচ আবার শহরে ফিরছে। ২০২০ সালের ১৯শে জানুয়ারির পর ফের যুবভারতীতে বসছে বড় ম্যাচের আসর। উত্তেজনা এখন তুঙ্গে। কিন্তু দুই দলই জয়হীন, একাধিক সমস্যা রয়েছে তাদের মধ্যে। কাল শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।

কাল সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। কিন্তু কেউই এখনো জয়ের মুখ দেখতে পারেনি। এটিকে মোহনবাগান দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেড এর কাছে হারে ও দ্বিতীয় ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে।

অপরদিকে ইস্টবেঙ্গল দুটি ম্যাচের মধ্যে দুটিই গোলশূন্য ব্যবধানে ড্র করেছে। শক্তির নিরিখে বিশেষজ্ঞরা এগিয়ে রাখছে মোহনবাগানকেই। স্টিফেন যেহেতু ভারতের প্রাক্তন হেড করছিলেন তাই ভারতীয় ফুটবলারদের তার হাতের তালুর মত চেনা এটাই বাড়তি অক্সিজেন দিচ্ছে ইস্টবেঙ্গল জনতাকে।

যুবভারতীতে প্রায় ৬৭ হাজার দর্শক আসন আছে। কিন্তু ডার্বির টিকিটের হাহাকার সর্বত্র। মাত্র চার দিনে সমস্ত অনলাইন টিকিট শেষ হয়ে যায়। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাবু থেকে শুক্রবার দুপুরের পর ডার্বি ম্যাচের অফলাইন টিকিট দেওয়া শুরু হয় আর

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment