বুড়ো হাড়ে ভেলকি ধোনির, আবার তালিকায় শীর্ষে

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ সম্প্রতি দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক রিসব পান্থ উইকেট কিপারের তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে। চলতি IPL ৯২ টি উইকেট নেওয়ার সুবাদে এই স্থান অর্জন করেন। শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংস এর পূর্ব অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তার ঝুলিতে রয়েছে ১৮৫ টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক এবং তৃতীয় স্থানের ঋদ্ধিমান সাহা।

গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে দিল্লি সেদিন তাদের তৃতীয় সর্বোচ্চ রান করে। ২০১১ সালে তারা সর্বোচ্চ রান করে পাঞ্জাবের বিরুদ্ধে। সেই রেকর্ড তারা এখনো ভাঙতে পারেনি। গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে এই ম্যাচে তারা ২২৪ রান করে এবং টাইটান্সদের চার রানে হারায়। রিসব পান্থ সর্বোচ্চ রান করেন দিল্লির হয়ে।

৪৩ বলে ৮৮ রান করে সে নিজের দলকে অনেকটাই এগিয়ে নিয়ে যায় এবং শেষ অব্দি টিকে থাকেন মাঠে। গুজরাট আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও শেষে জয়ের হাসিটা ছিনিয়ে নিয়ে গেল রাজধানী অর্থাৎ দিল্লি ক্যাপিটালস।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment