মুর্শিদাবাদের ভরতপুরে বিধ্বংসী আগুন 

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত দেচাপড়া গ্রামে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি মাটির বাড়িতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকা নগদ অর্থসহ আরও কয়েক লক্ষ টাকার গৃহস্থালির সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা বাড়ির লোকজন ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় আচমকা মাটির বাড়ির একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। বাড়ির কাঠের দরজা-জানালা, আসবাবপত্র ও কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরা নিজেরা জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল কর্মীরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কেউ আহত না হলেও, ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। জানা গেছে, বাড়ির মালিক পেশায় দিনমজুর। তাঁর সারা জীবনের সঞ্চয় ছিল ঘরের মধ্যেই রাখা। আগুনে তা সব পুড়ে গিয়েছে।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনার জেরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment