কার্তিক আরিয়ানের ৫০ কোটি চার্জ নিয়ে বিতর্ক

Spread the love

দুবেলা, স্বস্তিকা বিশ্বাস:  বিস্ফোরক দাবির পেছনের গুজব সম্প্রতি বলিউডে আলোড়ন সৃষ্টি করেছে কার্তিক আরিয়ানের নতুন ছবির জন্য ৫০ কোটি টাকা ফি নেওয়ার। বিনোদন সংক্রান্ত বিভিন্ন পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে খবর ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় যে দেশের প্রযোজনা সংস্থাগুলো কার্তিককে এই অপরিসীম পারিশ্রমিক দিচ্ছে।

নেটিজেনরাও সেই তথ্যকে বাস্তবতা হিসেবে গ্রহণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে। আর তাৎক্ষণিকভাবে শিরোনামে চলে আসে ‘৫০ কোটি কার্তিক আরিয়ান’—একটু ভুলবশত কেউ যখন খোঁজ নিতে চাইলে দেখেন। এ ধরনের খবর ছাপা হয় অথচ কোনো সঠিক উত্স বা অফিসিয়াল বিবৃতি থাকে না।

কার্তিকের সরাসরি জবাব দিয়ে বলেন, এই গুজবের মধ্যেই সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত হয় কার্তিক আর্যনের বক্তব্য, যেখানে তিনি স্পষ্ট করে বলেন, “আমি কি একমাত্র এমন অভিনেতা যিনি এতটা ফি পেয়েছেন? অন্যদের নিয়ে কেউ তো লিখে না, কিন্তু আমার ব্যাপারে সবাই লিখে।” এ বক্তব্যে কার্তিক ইঙ্গিত করেন যে, তার চার্জের পরিমাণ নিয়ে যত আলোচনা।

তার পেছনে কোনো স্পোকসপারসন বা পরিবারের সদস্য নেই যারা মিডিয়ায় ইতিবাচক প্রচার চালায়। ফলে মিডিয়া ও গুঞ্জনকারীরা সহজেই তার নাম ঘিরে অতিরঞ্জিত কনটেন্ট তৈরি করতে পারছে।

 

 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment