শিব সেনাকে নিয়ে কমেডিয়ান কুনাল কামরার কৌতুক ঘিয়ে তরজা

Spread the love

দুবেলা, জুম দওঃ সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে শো চলাকালীন গানের প্যারোডির মাধ্যমে শিব সেনার দ্বিখণ্ডিত হওয়াকে ব্যাঙ্গ করেন বিখ্যাত স্ট্যান্ডাপ কমেডিয়ান কুণাল কামরা। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। শিল্পীর ঘনিষ্ঠ মহলের দাবি, কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃAI এর মাধ্যমে ভয়েস নকল করে সাইবার প্রতারণা

যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, সেখানে হামলা চালায় শিব সেনার (শিণ্ডে) সমর্থকরা। এছাড়াও আরও একটি ভিডিওর মাধ্যমে যানা যায়, একটি কমেডি শো তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নিয়ে মন্তব্য করেছেন কুণাল। মুম্বাইয়ের যে হোটেলে শোটি হচ্ছিলো (হ্যাবিট্যাট’ নামের স্টুডিওয়) সেখানে গিয়ে হামলা করেছে শিবসেনা সমর্থকরা। মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিবসেনা বিধায়ক মুর্জি প্যাটেল। এর ফলে কুণালকে একাধিকবার থানায় হাজিরা দিতে বলা হয়েছিল।

আরও পড়ুনঃবিনা পয়সায় পাঠশালা

তবে নানাবিধ কারণ দেখিয়ে থানায় হাজিরা দেননি তিনি। শেষমেষ কামরার বাড়িতে পৌছে যায় পুলিশ। কুণাল একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিগত দশ বছর আমি যে বাড়িতে থাকি না, সেখানে যাওয়া সময়ের অপচয় আর প্রশাসনের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়!’ এদিকে কৌতুকশিল্পীর পোস্ট দেখে হেসে গড়িয়েছেন তাঁর ভক্তরা। তাঁদের প্রশ্ন, ‘মুম্বই পুলিশ অভিযানের আগে এটুকুও খবর রাখেনি যে কুণাল কামরা ওই বাড়িতে আর থাকেন না। সূত্রে খবর, বর্তমানে তামিলনাড়ুর বাসিন্দা হলেও কুণাল কামরার কি দাদরের বাড়িতে যাতায়াত রয়েছে? সেটা জানতেই খর থানার পুলিশ গিয়েছিল। তবে সেখানে কাউকে না পেয়ে হতাশ হয়েই ফিরতে হয়েছে ওই টিমকে।

আরও পড়ুনঃহোলি কা দহন: অহং ঢাকে রঙে

কৌতুকশিল্পী মনে করছেন যে, মুম্বাই থেকে ফিরলেই তাকে গ্রেফতার করা হতে পারে। তাই তিনি আগাম জামিনের আবেদন করেন। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে আদালতের তরফে জানানো হয়, “আবেদনকারী সংবাদপত্রের রিপোর্ট (তাঁর মন্তব্যের জন্য তাঁকে যে হুমকি দেওয়া হয়েছে) জমা দিয়েছেন। ওঁকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে বন্ড দেওয়ার শর্তসাপেক্ষে আগাম জামিন দেওয়া হল।”

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment