সমীকরণ বদলাচ্ছে পাহাড়ে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পৃথক রাজ্যের দাবি থেকে সরল গোর্খা জনমুক্তি মোর্চা

Spread the love

দুবেলাঃ তৃতীয় বারের মমতা সরকারে জামানায় পাহাড়ের সমীকরণ কি বদলাচ্ছে? সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে অনিত থাপা, রোশন গিরিদের বৈঠকের শেষে অত্যন্ত তেমনটাই ইঙ্গিত মিলেছে। GTA নির্বাচন নিয়ে বৈঠক শেষে গোর্খা জনমুক্তি মোর্চার রোশন গিরি সহ চার নেতা মমতা ব্যানার্জিকে জানিয়েছেন, পৃথক গোর্খা ল্যান্ডের দাবি থেকে তাঁরা সরে আসছেন। বিনিময়ে তাঁরা উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বায়ত্বশাসন চান। বিজেপির সঙ্গে জোট থাকাকালীন পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা। এদিন সে প্রসঙ্গে রোশন গিরি বলেন, বিজেপি তাঁদের ঠকিয়েছে।

রোশন গিরির দলের সঙ্গে বৈঠকের আগে GTA নির্বাচন নিয়ে এদিন অনিত থাপার ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চার সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনিত থাপার দল তাঁকে জানিয়েছে পাহাড়ের একাধিক দল শীঘ্রই জিটিএ নির্বাচন চায়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, শুধুমাত্র রোশন গিরির দল অন্যকথা জানিয়েছে। ওঁদের কয়েকটা দাবি আছে। মুখ্যমন্ত্রীর সংযোজন, আশা করছি ২-৩ মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান, পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রকে একাধিকবার চিঠি লিখেছে। পাহাড়ের রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আশ্বাস, দার্জিলিং-এ উন্নয়নের জন্য সবরকমের সাহায্য করবে রাজ্য।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment