বগটুই-কাণ্ড : সাসপেন্ড আইসিকে জিজ্ঞাসাবাদ করল CBI

Spread the love

দুবেলাঃ বগটুই হত্যাকাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বগটুইয়ে গিয়ে রামপুরহাট থানার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এই ঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছিল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। এবার সেই ত্রিদীপ প্রামাণিককে সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআইয়ের গোয়েন্দারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে আসেন ত্রিদীপ।

সিবিআই সূত্রের খবর, হাড়হিম করা ওই ঘটনার দিন রাতে রামপুরহাট থানার কী গতিবিধি ছিল তা জানতে চাইছেন তদন্তকরীরা। এক সূত্রের দাবি, সেদিন রাতে দুষ্কৃতীরা যখন বগটুইয়ে ঢুকে তান্ডব চালাচ্ছিল, সেই সময় কোনও এক প্রভাবশালী নেতা পুলিশকে গ্রামে না যাওয়ার নির্দেশ দেয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই জানতে চায়, সে রাতে পুলিশকে গ্রামে না যাওয়ার নির্দেশ কে দিয়েছিল? ধৃত আনারুল হোসেন নাকি আরও কেউ? এই বিষয়গুলি জানতেই ত্রিদীপকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা।

সোমবারের পর ফের মঙ্গলবারও বগটুই কাণ্ডে স্বজনহারা মহিলাল শেখকে তলব করে সিবিআই। প্রথম মিহিলালের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তদন্তকারীরা। তারপর মিহিলালের সঙ্গে তাঁর ভাই শেখলালকেও জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য  সোমবারই এই ঘটনায় শেখলালের স্ত্রী নাজিমা বিবি মারা গিয়েছেন। অগ্নিদগ্ধ্ হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment