কালিয়াগঞ্জ ধর্ষণ মামলায় থানা ঘেরাও বিজেপির

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত ২০শে এপ্রিল দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ এর রায়পুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। আজ এই বিষয় নিয়ে কলকাতার নিউ মার্কেট থানা আটক করে বিক্ষোভ জানায় বিজেপি। এই ঘটনায় বিশেষভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কালিয়াগঞ্জ এর নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে পাশের গ্রামের কিছু ছেলের ওপর এবং সেই মৃতদেহ টেনে হিচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের ওপর। এই নিয়ে বিক্ষোভ শুরু হয় কালিয়াগঞ্জ এলাকায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিক্ষোভকারীরা ইট বৃষ্টির চালায় পুলিশের ওপর। পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাসের বোমা এমনকি লাঠিচার্জ পর্যন্ত করা হয়। এই ঘটনায় উত্তপ্ত কলকাতা থেকে কালিয়াগঞ্জ সর্বত্র।

আজ ঈদের দিনে কলকাতার নিউমার্কেট থানা ঘেরাও করে বিক্ষোভ করে বিজেপি। এবং তারা পুলিশের এইরূপ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।এবং তারা থানায় একটি স্মারকলিপি জমা দেন।বিজেপি দাবি জানান এই বিষয়টি তদন্ত সঠিকভাবে হচ্ছে না। তারা রাজ্য পুলিশের ওপর আস্থা রাখেন না। তারা চান এই বিষয়টি যেন সিবিআই তদন্ত করে। এই ঘটনায় বেশ উত্তপ্ত হয়ে ওঠে নিউমার্কেট এলাকা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment