গরুপাচার কাণ্ডে শ্রীঘরে অনুব্রত কন্যা

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত বুধবার অনুব্রত কন্যার সুকন্যাকে গরু পাচার কাণ্ডের জন্য দিল্লি থেকে গ্রেপ্তার করে ইডি। আজ দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে তোলা হয়েছিল তাকে। সূত্রের খবর, বয়ানে অসংগতির ফলে গ্রেপ্তার করা হয়েছে সুকন্যা কে।আগামী শনিবার পর্যন্ত ইডির হেফাজতেই রাখা হবে সুকন্যা কে।

গত ৯ মাস আগে গ্রেপ্তার হয় অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন।এরপরও বারংবার ইডির দরবারে হাজির হতে হয় সুকন্যাকে।সেরকমই গত বুধবার দিল্লিতে ইডি র দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন সুকন্যা। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ানে অসংগতি ধরা পড়লে তাকে গ্রেপ্তার করা হয়।

বীরভূমে সুকন্যা মন্ডলের নামে ১২০ কাঠা জমি রয়েছে। কিন্তু তার এত জমি কেনার টাকা কোথা থেকে আসলো সে বিষয়ক খতিয়ে দেখছে ইডি। গরু পাচারের টাকা বিনিয়োগ করার জন্যই এই জমিগুলো কেনা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে ইডি।পাশাপাশি সুকন্যার ব্যাঙ্কে ১৬কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। তবে ইডির দাবি এই সমস্ত সম্পত্তির সম্পূর্ণ হিসাব বহির্ভূত।

এই বেনামি টাকার হদিশ চালাতে দিল্লিতে অনুব্রত মণ্ডল এবং সুকন্যা কে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে তদন্তকারীরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরদের দাবি, গরু পাচার কাণ্ডের সঙ্গে যোগ রয়েছে সুকন্যার। যদিও সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোন রকম সহযোগিতা করেননি বলেই অভিযোগ উঠেছে অনুব্রত কন্যার বিরুদ্ধে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment