ফের বিস্ফোরণ মনিপুরে

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট মনিপুরে ২৬ শে এপ্রিল। তার আগেও ফের ঘটে গেল আবার হিংসাত্মক আক্রমণ। ১৯ এপ্রিল প্রথম দফা ভোট ছিল মনিপুরে। তখন এই একই ঘটনার সম্মুখিন হতে হয়েছিলো এলাকাবাসীদের। মনিপুরের কাংপোকপি জেলায় পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হল মঙ্গলবার ও বুধবার অর্থাৎ ২৩ ও ২৪শে এপ্রিল।

এই বিস্ফোরণের ফলেই ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সেতু। যদিও কেউই আহত নয়। তবে এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। ডিমাপুর ইম্ফল সংযোগকারী জাতীয় সড়ক ২ এর যান চলাচল বন্ধ থাকবে।

যদিও বিস্ফোরণের দায় কোনো গোষ্ঠীই স্বীকার করতে নারাজ। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যান্য কোন সংলগ্ন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে। নিরাপত্তা রক্ষীরা সক্রিয়ভাবে এলাকাটি ঘিরে ফেলেছে এবং তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কোন রাজনৈতিক রেষারেষির ফলেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment