আবারও ভূমিকম্প তাইওয়ানে, চিন্তায় বিশেষজ্ঞরা

Spread the love

দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃচলতি মাসের শুরুতেই কেঁপে উঠেছিলো জাপানের তাইওয়ান। সেই কম্পনের রেশ কাটিয়ে ওঠার আগেই আবারও কম্পন অনুভূত হলো তাইওয়ানের পূর্বে অবস্থিত হুয়ালিেন। তাও একবার নয়, দুবার। প্রথম কম্পনটির রিখটার স্কেলে তীব্রতা ছিলো ৬.১। শক্তিশালী হওয়ার ফলে তার ধাক্কা তাইওয়ানের রাজধানী তাইপেই অবধি বোঝা যায়। কম্পনের উৎস স্থল ছিল ফিলিপিন্স সাগরে ভূপৃষ্ঠ থেকে ২৪.৯ কিলোমিটার গভীরে। এই কম্পনের ঠিক আধঘন্টার মধ্যে দ্বিতীয় কম্পনটি হয় যার তীব্রতা ছিল ৫.৮। এটির উৎস হুয়ালিন উপকূল সাগরের ১৮.৯ কিলোমিটার গভীরে। এছাড়াও ইলান, তাইচুং, হশিনচু, তাইওয়ান সহ আরো কিছু জায়গায় ভূমিকম্প হয়।

আরও পড়ুনঃ সত্যিই কি ধোনি? নাকি অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ!!

এপ্রিলের ৩ তারিখ কেঁপে উঠেছিলো তাইওয়ান যা ২৫ বছরের মধ্যে সবথেকে শক্তিশালী কম্পন বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। বহু মানুষ প্রাণ হারান। তবে সেই রেশ কাটিয়ে ওঠার আগেই আবারও ভূমিকম্পের সম্মুখিন হতে হয়ে তাইওয়ানের মানুষকে। মধ্য রাতে হঠাৎই ঘুমের মধ্যে তা অনুভব করেন সাধারন মানুষ এবং তাঁরা বিচলিত হয়ে রাস্তায় বেড়িয়ে আসেন।

আরও পড়ুনঃ রাজ্যে কাটতে চলেছে শিল্পের খরা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর 

এই ভূমিকম্পে কোনো ক্ষয় ক্ষতির খবর এখনো অবধি পাওয়া যায়নি। তবে সকলের মধ্যেই ছড়িয়েছে উত্তেজনা ও ভয়। আবারও কম্পনের সম্ভাবনা আছে কিনা তা ক্ষতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment