রাজস্থানের বিকানের এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৮

Spread the love

দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায় : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বিকানের শহরের ব্যস্ত কোটওয়ালি থানা এলাকার মদন মার্কেটে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মার্কেটের প্রথম তলার ছাদ ধসে পড়ে, যার ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যায়। ঘটনাটি একটি দোকানে ঘটে যেখানে সোনা ও রুপার কাজ চলছিল। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এ.এস.পি বিশাল জাঙ্গিড। এন.ডি.আর.এফ, এস.ডি.আর.এফ, সিভিল ডিফেন্স এবং পুলিশের যৌথ দল উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে।

X-এ দেওয়া এক পোস্টে রাজস্থান বিধানসভায় বিরোধী দলনেতা টিকা রাম জুল্লি বলেন, “বিকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। শোকাহত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা”।

তিনি আরও বলেন, ভগবানের কাছে তিনি মৃত আত্মাদের শান্তি কামনা করবেন এবং প্রার্থনা করবেন পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান ও আহতদের দ্রুত আরোগ্য প্রদানের।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment