লাদাখে বাস দুর্ঘটনা, নিহত ৭ জাওয়ান!

Spread the love

দুবেলাঃ লাদাখে এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৭ জওয়ান প্রাণ হারালেন। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৯ জন জওয়ান। তাঁদের পরিস্থিতি বেশ সংকটজনক বলে বলা হয়েছে। শুক্রবার লাদাখে একটি সামরিক বাসে 26 জন জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল। লাদাখের কাছে সিয়াচেন অঞ্চলে তুর্তুক জেলায় ঘটে দুর্ঘটনাটি। বাসের চাকা হঠাৎ করেই স্লিপ করে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে প্রায় ৬০ ফুট নিচে সিয়ক নদীর ওপর পড়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ।

মোট ২৬ জন জওয়ান ছিলেন ঐ বাসে। প্রত্যেককেই আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাঁদের মধ্যে ৭ জওয়ান শহীদ হয়ে যান।  ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, আহত ১৯ জওয়ানকে বায়ু সেনার সি-১৭ এয়ারক্রাফ্টে করে হরিয়ানার পাঁচকুল্লার চন্ডীমন্দির কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এঁদের মধ্যে অনেকেরই অবস্থা সঙ্কটজনক বলা হয়েছে। জওয়ান এই মর্মান্তিক দুর্ঘটনা এবং শহীদ হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট বার্তায় মোদী লিখেছেন, “ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ও যে সাত সাহসী সেনা জওয়ানকে আমরা হারালাম তাঁদের জন্যে গভীর শোক জ্ঞাপন করছি। তাঁদের আত্মীয় পরিজনের পাশে আছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁদের সুস্থ করে তোলার জন্যে আমি সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment