জমি সংক্রান্ত বিবাদে সংঘর্ষ, নিহত ১

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস : শনিবার বিকালে মর্মান্তিক ঘটনা মালদা জেলার ভূতনি থানার অন্তর্গত গোবর্ধনটোলা গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে পঞ্চায়েত সচিব কমল মণ্ডল নিহত হয়েছেন। নিহত কমল মণ্ডল দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে নিযুক্ত ছিলেন।

আরও পড়ুন:পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন, গ্রেপ্তার গাড়ি চালক

স্থানীয় সূত্রে জানা যায়, কমল মণ্ডল ও তাঁর তুতো ভাই ফেকন মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার বিকেলে ফেকনের বাঁধাকপির জমিতে কমলের ছাগল ঢুকে পড়া নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কমল মণ্ডল গুরুতর আহত হন এবং রাস্তায় মারা যান।

আরও পড়ুন:হোলি কা দহন: অহং ঢাকে রঙে

এই ঘটনায় কমল মণ্ডলের স্ত্রী ময়ূরী মণ্ডল, ছেলে ভীম সেন মণ্ডল, বৌদি সমতি মণ্ডল এবং ভাইজি সহ মোট ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত ফেকন মণ্ডল, তাঁর ছেলে প্রবীর মণ্ডল এবং স্ত্রী অনিতা মণ্ডলকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার প্রকৃত সত্য খতিয়ে দেখছে পুলিশ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment