সত্য ঘটনা অবলম্বনে: জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’

Spread the love

দুবেলা, মনোমিতা কুন্ডু: জন আব্রাহাম অভিনীত নতুন চলচ্চিত্র ‘দ্য ডিপ্লোম্যাট’ শুধু একটি থ্রিলার নয়—এ এক মনস্তাত্ত্বিক যাত্রা, যা দর্শককে কূটনীতির আড়ালের জটিল জগতের মুখোমুখি দাঁড় করায়। যাঁরা মনে করেন কূটনীতি মানে নিছক আলোচনার টেবিল আর কাগজের চুক্তি, তাঁদের ধারণাকে সিনেমাটি চ্যালেঞ্জ করে। ছবিতে জন আব্রাহাম একজন ভারতীয় কূটনীতিকের চরিত্রে, যিনি আন্তর্জাতিক সংকটের মুখে পড়েও বুদ্ধি, সাহস ও নৈতিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেন। যুদ্ধ নয়, শান্তি নয়—বরং সিদ্ধান্তের ধূসর এলাকায় দাঁড়িয়ে থাকা এক মানুষের মানসিক দ্বন্দ্বই ছবির মূল চালিকা শক্তি।

পরিচালক শিবম নায়ারের সূক্ষ্ম নির্মাণ ছবিকে দিয়েছে একটি বাস্তব ও চিন্তাশীল চেহারা। কোথাও কোনও অতিনাটকীয়তা নেই, বরং রাজনৈতিক বাস্তবতার আবরণেই গল্পের নাটকীয় বাঁক। ছবির চিত্রনাট্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে তুলে ধরে আজকের পৃথিবীতে একজন কূটনীতিকের গুরুত্ব ও তার সীমাবদ্ধতা। জন আব্রাহামের অভিনয়ে রয়েছে এক অনভ্যস্ত সংযম। অ্যাকশন হিরো হিসেবে পরিচিত হলেও এই ছবিতে তাঁর সংলাপের থেকেও চোখের ভাষাই বেশি কথা বলে। একাধিক দৃশ্যে তিনি যেন ‘অভিনেতা’র চেয়ে ‘চরিত্র’ হয়ে ওঠেন।

এই ছবিটি শুধু বিনোদনের জন্য নয়—বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটি একটি জরুরি দর্শন। যারা রাজনীতি, ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভাবতে চায়, তাদের জন্য ‘দ্য ডিপ্লোম্যাট’ হয়ে উঠতে পারে একটি উদ্বোধনের মাধ্যম। এই সিনেমা আমাদের শেখায়—কখনও কখনও যুদ্ধ নয়, একটুখানি সহানুভূতিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় কূটনীতি।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment