স্টার নাইট গ্যালাক্সি অ্যাওয়ার্ডে র‍্যাম্প মাতালো কচিকাঁচারা

Spread the love

দুবেলাঃ High Hopes Asia Pacific India আয়োজিত স্টার নাইট গ্যালাক্সি অ্যাওয়ার্ড সিজন 2 অনুষ্ঠিত হয়ে গেল বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে। এই অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে ফ্যাশন শো এর আয়োজন করা হয়। কিডস, টিনস, মিস্টার, মিস, এবং মিসেস।

এই অনুষ্ঠানে সংবেদন নামক একটি এনজিও শারীরিক প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে একটি ramp show তে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল বাগনান।

এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয়। যার মধ্যে গানের জগত থেকে সম্মানিত হন লাজবন্তী রায়, ট্রাভেল এবং ট্যুরিজমের জন্য হেমন্ত মারদা, কলকাতা পুলিশের তরফে সম্মানিত করা হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশ গৌতম কুমার দাস, ট্রানজেন্ডার হিসেবে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় মেঘ সায়ন্তনকে, শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে পুরস্কৃত হয় বিপি হাসপাতাল, কোভিড ওয়ারিয়রস হিসেবে সম্মানিত হন ডক্টর এস কে আগরওয়াল, এছাড়াও সম্মানিত করা হয় ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস ও সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিত্বদের।

এবছর এই প্রতিযোগিতায় বিচারক বা জুরি হিসেবে ছিলেন, বর্ষা বর্ধন ঘোষ(Varsha Verdhan Ghosh), ব্রিগেটি জোন্স (Bridgette Jones), ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায় (Fashion Designer Indranil Mukherjee), অভিনেত্রী মৌবনী সরকার(Moubani Sarkar), পূজা কাপুর (Puja Kapoor)।

Related posts

Leave a Comment