দুবেলা, অরিজিৎ মন্ডল: তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আগামী ১৩ই সেপ্টেম্বর রাজ্য বিজেপির ডাকে ‘নবান্ন চলো’ অভিযানের ডাক হয়েছে। তারই সমর্থনে গড়িয়ার পাঁচ মাথার মোড় থেকে যাদবপুর বাস স্ট্যান্ড পর্যন্ত 21 প্রস্তুতি মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ব। মিছিল থেকে স্লোগান ওঠে ‘চোর ধরো জেল ধরো’। মিছিল শেষে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
বাঘাযতীন থেকে যাদবপুরের দিকে যখন মিছিল এগোচ্ছিল তখন সুলেখা মোড়ের আগে তৃণমূলের পার্টি অফিসে সামনে তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়। বিজেপি অভিযোগ, মিছিল শেষে ওই এলাকা দিয়ে ফেরার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের উপর হামলা করে। বিজেপির সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে। আক্রান্তদের বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
