‘জাঠা’কে হাতিয়ার করে মানুষের দুয়ারে SFI

Spread the love

দুবেলা, অরিজিৎ মন্ডল : গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ আগস্ট শুরু হয়েছে এসএফআইয়ের ডাকে মার্চ ফর এডুকেশন বা ছাত্র জাঠা। ১২ আগস্ট পূর্ব ভারতীয় জাঠা ত্রিপুরা ও বিহার থেকে শুরু হয়ে বিভিন্ন প্রান্ত ঘুরে কোচবিহার ও দীঘা দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে। সেই জাঠা গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ২ সেপ্টেম্বর মিলিত হবে কলকাতার কলেজ স্ট্রিটে।

সেখানে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ছাত্র সমাবেশ আর তাকেই কেন্দ্র করে কলকাতায় বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির ডাকে এক মিছিলের আহ্বান করা হয়।

২৭ আগস্ট কলকাতার স্কটিশ চার্চ কলেজের গেট থেকে শুরু করে বিদ্যাসাগর কলেজ, সিটি কলেজের গেট ছুঁয়ে ও এলাকার বিভিন্ন স্কুল ঘুরে এই মিছিল শেষ হয় শ্রীমানি বাজার মোড়ে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই কলকাতা জেলার সভাপতি দেবাঞ্জন দে।

ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ, অনবরত দু’ঘণ্টা বৃষ্টির ফলে এলাকায় প্রচন্ড জল জমে কিন্তু সেই জমা জল অতিক্রম করেই সংগঠিত করা হয় এই মিছিল। মিছিল শেষে জনসভা সংগঠিত করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা বাতিল করতে হয় সংগঠকদের।

এদিন মিছিলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ চোখে পরার মতো। যদিও সংগঠকের দাবি, এই বৃষ্টি না হলে জমায়েতের পরিমাণ আরো বেশি হতো।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment