যুদ্ধ থামাতে নরেন্দ্র মোদীর সাহায্য চেয়ে ফের ভারতের দ্বারস্থ ইউক্রেন!

Spread the love

দুবেলাঃ যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন ফের সাহায্য চাইল ভারতের। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্ততা করুক। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা মনে করে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছিল ইউক্রেন। পুতিনকে ফোন করার অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা, আরও জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের একমাত্র নেতা যিনি যুদ্ধ চান। পাশাপাশি মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদী দুই দেশের মধ্যস্থতা করতে চাইলে আপত্তি নেই। ভারতের সঙ্গে ইউক্রেনের বাণিজ্যিক সম্পর্ক ভালো, সেই কথা মনে করিয়ে দিয়ে দিমিত্র কুলেবা জানিয়েছেন, ভারতের সঙ্গে রফতানির ভালো সম্পর্ক ভালো ইউক্রেনের তেল, খাদ্যশস্য এবং অন্যান্য সামগ্রী ভারতে পাঠায় ইউক্রেন। তাই ভারত ইউক্রেনের পক্ষে থাকবে বলে আশাবাদী ইউক্রেন।”

প্রসঙ্গত, এর আগে যুদ্ধবিধ্বস্থ ইউক্রেনে ওষুধ সহ একাধিক মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করেছিল ভারত। সেখাঙ্কার মানুষদের ত্রাণ পাঠিয়েছিল ভারত।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment