তিলজলা হাই স্কুলের উদ্যোগে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আগামী ১৪ই জানুয়ারি

Spread the love

দুবেলাঃ নিজেদের সৃজনশীল ভাবনা, তিন মিনিট সময়ে গল্প বলে দর্শককে ধরে রাখা ও বাস্তব জীবনের অনুভূতিকে পর্দায় তুলে ধরার অনন্য সুযোগ এসেছে ছাত্রদের সামনে। আমাদের বিদ্যালয় আয়োজন করতে চলেছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে মাত্র তিন মিনিটের ছোট্ট পরিসরের ফিল্মে ছাত্র ছাত্রীরা নিজেদের ভাবনাকে জীবন্ত করে তুলতে পারবে।

এই উৎসবে যোগদানের জন্য অভিনয়,ক্যামেরা, চিত্রগ্রহণ, সম্পাদনায় পেশাদার হওয়া জরুরি নয়। শুধু দরকার সৃজনশীল মন, সাহস, ভালো ভাবনা। আমাদের চারপাশের জগৎ, স্কুলজীবনের গল্প, পরিবেশ, কিংবা একেবারে নিজের কল্পনার জগৎ, বদলে যাওয়া পৃথিবী হয়ে উঠুক আমাদের বিষয়বস্তু। মিডিয়ার মাধ্যমে সেই ছবি পৌঁছে যেতে পারে অনেক দর্শকের কাছে। এটি শুধু প্রতিযোগিতা নয়, দলগত ভাবে কাজ করার, কাজ শেখার এবং নতুন কিছু করার মঞ্চ।

স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রদের কাছে আমাদের অনুরোধ, দল গঠন করে, ক্যামেরা হাতে নিয়ে, নিজেদের গল্প নিজেরা বলো। কে বলতে পারে, তোমাদের মধ্যেই হয়ত লুকিয়ে আছে ভবিষ্যতের চিত্রগ্রাহক, নির্দেশক কিংবা কোনও স্ক্রীপ্ট রাইটার। “একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে / গাহিবে একজন খুলিয়া গলা,আরেকজন গাবে মনে।”

তাই তিলজলা হাই স্কুলের এই আনন্দ যজ্ঞে আমন্ত্রণ রইল সবার। কলাকুশলী ও দর্শক সবার যোগদানে সাফল্যমণ্ডিত হবে আমাদের এই উদ্যোগ, এই আশা রাখি।

দুবেলা নিউজকে follow করুনঃ

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment