দুবেলা, রিয়া বিশ্বাস: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হল সোমবার। বহুল আলোচিত জুলাই কাণ্ডে অবশেষে রায় ঘোষণা করল বিশেষ আদালত। রায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আশাদুজ্জামান খান কমলের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক মণ্ডলী। একইসঙ্গে আদালত দু’জনের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, জুলাই মাসের ছাত্র আন্দোলন দমন করতে সরকার যে পদক্ষেপ নিয়েছিল, তা ছিল অসাংবিধানিক ও অবৈধ বলপ্রয়োগের চরম উদাহরণ। আদালত মনে করে, আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা চালানোর নির্দেশ, প্রমাণাদি ও সাক্ষ্য অনুযায়ী, ওই সময়ের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকেও এসেছে। সেই কারণেই শীর্ষ নেতৃত্বের ভূমিকা এই মামলায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে। এই একই মামলায় শেখ হাসিনার আমলে দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের বক্তব্য, তিনি ‘সরকারি দায়িত্ব পালনে ব্যর্থ’ হয়েছেন এবং “অত্যধিক বলপ্রয়োগে নীরব সম্মতি” দেখিয়েছিলেন।
রায়ের সময় আদালত কার্যত পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে পরিণত হয়েছিল। ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের সামনে সকাল থেকেই বিপুল জনসমাগম দেখা যায়। আদালত চত্বরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল অতিরিক্ত র্যাব, পুলিশ ও দ্রুত অভিযানের বাহিনী। মামলার রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে রায়কে “আইনের শাসনের বিজয়” বলা হলেও বিরোধী শিবিরের দাবি এই রায় দেশের রাজনীতিতে নতুন বিভাজন সৃষ্টি করবে। আন্তর্জাতিক মহলেও এই রায়ের প্রতিক্রিয়া পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার সংগঠনগুলির একাংশ ইতিমধ্যেই রায় পুনর্বিবেচনার দাবি তুলেছে। জুলাই কাণ্ডের পর প্রায় দীর্ঘ তদন্ত, অসংখ্য সাক্ষ্যগ্রহণ এবং চার্জ গঠনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই রায় এসেছে। দেশের রাজনীতিতে এই রায়ের প্রভাব দীর্ঘমেয়াদি হবে কি না সেটাই এখন বড় প্রশ্ন।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
