বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হল আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা

Spread the love

দুবেলা: 18 ও 19 শে নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হল পুরুষ ও মহিলা বিভাগের আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা বিভাগে মোট 10 টি করে দল অংশগ্রহণ করে। পুরুষ বিভাগে জয়লাভ করে বাংলা বিভাগ ও রানার্স আপ হয় দর্শন বিভাগ। এই বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলা বিভাগের সুশান্ত মল্ল। অপরদিকে মহিলাদের বিভাগে শিক্ষাবিজ্ঞান বিভাগ পরাজিত করে পদার্থবিদ্যা বিভাগকে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুজলা মুর্মু।

মনোগ্রাহী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক রূপ কুমার বর্মন, নিবন্ধক সৌরভ দত্ত, ডিন অধ্যাপক জয়ন্ত কুমার সাহা সহ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অনেক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, অধ্যাপক, আধিকারিক, শিক্ষাবন্ধুগণ।

20 শে নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল 7ম আন্ত:কলেজ পুরুষ ও মহিলা বিভাগের ভলিবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জয়লাভ করে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় ও রানার্স আপ হয় বাঁকুড়া সম্মিলনী কলেজ।

এই বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের শুভদীপ সিনহা। অন্যদিকে মহিলাদের বিভাগে বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ বিজয়ী হয়। ফাইনালে তারা পরাজিত করে চাতরা রামাই পন্ডিত মহাবিদ্যালয়কে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের ঝর্ণা হেমব্রম।

দুবেলা নিউজকে follow করুনঃ

Related posts

Leave a Comment