দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে শক্তিশালী গাড়ি বিস্ফোরণ, দেশ জুরে হাই অ্যালার্ট

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: দেশের অন্যতম জনবুহুল এলাকা রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে সোমবার pঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঘড়ির কাটায় তখন ঠিক সন্ধে ৬ টা বেজে ৫৫ মিনিট দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের অদূরে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক নয়—পরপর দুটি গাড়িতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ছয়টি গাড়ি। ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে চারদিক ছুটোছুটি শুরু করে স্থানীয়রা।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। আগুন নেভাতে কয়েক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। বিস্ফোরণের জেরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট, বন্ধ হয়ে যায় আশেপাশের রাস্তা। ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। দমকল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের দোকান ও ভবনের কাচ ভেঙে যায়। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, আহত হয়েছেন আনুমানিক ২৪ জন মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় এল এন জে পি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তক্ষণাৎ অমিত সাহ পৌঁছেছে। সেখানে সমস্ত দিক ক্ষতিয়ে দেখছেন। আহতদের চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সাথে কথা বলতেও দেখা গেছে অমিত সাহকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইটারে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন, এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করে পোষ্ট করেছেন। সবসময় খোঁজ রাখছেন দিল্লির ভয়াবহ এই ঘটনার ওপর।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “এটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, সেই দিকেই নজর দিচ্ছি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।”

রাজধানীর অন্যতম সুরক্ষিত অঞ্চল লালকেল্লার এত কাছে এই বিস্ফোরণ ঘটায় প্রশাসনিক মহলে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, বাজার এলাকা ও সরকারি ভবনগুলিতে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় এক বাসিন্দা জানালেন, “হঠাৎ করেই জোড়ে শব্দ হয়, তারপর আগুনের বলয় দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ধোঁয়ায় ঢেকে যায়।”

ইতিমধ্যেই ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও এনআইএ। বিস্ফোরণের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বিশেষ দল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। লালকেল্লার মতো ঐতিহাসিক ও সুরক্ষিত এলাকার এত কাছে এমন ভয়াবহ বিস্ফোরণ নিঃসন্দেহে বড় প্রশ্ন তুলেছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার ওপর। এখন সবার নজর তদন্তের অগ্রগতির দিকে এই মর্মান্তিক বিস্ফোরণের নেপথ্যে ঠিক কী কারণ, সেটাই জানার অপেক্ষা। আতঙ্ক শুধু দিল্লিতে নয় করা সতর্কতা জারি হয়েছে দেশের সমস্ত জনবহুল এলাকায়। মুম্বাই থেকে কলকাতা সব জায়গাতেই নজরদারি চালাচ্ছে একাধিক পুলিশ বাহিনী।

Related posts

Leave a Comment