রাজ্যজুড়ে শীতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শরৎ পেরিয়ে এবার শীতের পুর্ভাবাস। রাজ্যজুড়ে এখন মনোরম আবহাওয়া। সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডার অনুভূতি, দিনের বেলায় রোদের উষ্ণতা সব মিলিয়ে একেবারে ‘পারফেক্ট’ আবহাওয়ার আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। গত কয়েকদিন ধরে পারদ নামছে ধীরে ধীরে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতার ন্যূনতম তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ২২ ডিগ্রীর মধ্যে ঘোরাঘুরি করছে। বুধবারের পরের দিন থেকে তাপমাত্রা আরও ২ও ৩ ডিগ্রী আরও কমে যাবে। তবে বর্তমানে আবহায়া রয়েছে আরামদায়ক স্তরে। উত্তরবঙ্গে পারদ আরও কিছুটা নিচে নেমে এসেছে, অনেক জায়গায় সকালে হালকা কুয়াশাও দেখা যাচ্ছে।

তবে এই মনোরম আবহাওয়ার মাঝেই চিন্তার বিষয় হয়ে উঠছে শুষ্কতা। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় অনেকেই ভুগছেন গলা ব্যথা, কাশি, ত্বকের শুষ্কতা ও অ্যালার্জির সমস্যায়। চিকিৎসকদের পরামর্শ, এই সময়ে পর্যাপ্ত জলপান করা, ত্বক ও গলা আর্দ্র রাখা, এবং ঠান্ডা-গরমের হঠাৎ পরিবর্তন এড়িয়ে চলাই হবে সবচেয়ে ভালো উপায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক পশ্চিমী হাওয়া বইবে রাজ্যজুড়ে, ফলে এই আরামদায়ক আবহাওয়া আরও কিছুদিন স্থায়ী হবে।

অর্থাৎ, আপাতত গরম থেকে মুক্তি পেয়ে হালকা ঠান্ডার ছোঁয়ায় প্রশান্তি উপভোগ করছে রাজ্যবাসী। তবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে বাচ্চা থেকে বয়স্ক প্রায় সবার শরীর খারাপ হতে শুরু করেছে। তাই এখন থেকেই শরীরের সঠিক যত্ন নেওয়া সবচেয়ে জরুরি।

Related posts

Leave a Comment