দুবেলা, রিয়া বিশ্বাস: এসআইআর বাতিলের দাবিতে উত্তাল মতুয়া সমাজ। সেই দাবিতেই চরম সুর তুলেছেন মতুয়া মহাসঙ্ঘের নেত্রী মমতা বালা ঠাকুর। তিনি শুক্রবার ঘোষণা করেন, আগামী ৫ই নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে তিনি আমরণ অনশন শুরু করবেন। মমতা বালা ঠাকুরের অভিযোগ, এসআইআর চালু থাকলে মতুয়া সমাজের প্রায় ৯৫ শতাংশ মানুষের ভোটাধিকারই কেটে যাবে। তাঁর কথায়, “আমাদের সমাজের মানুষদের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এসআইআর চালুর নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। এটা একেবারেই অন্যায়।”
তিনি আরও অভিযোগ তোলেন, CAA (নাগরিকত্ব সংশোধনী আইন)-এর নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হচ্ছে। তাঁর দাবি, “এই টাকা শুধু স্থানীয় নেতাদের হাতেই থাকছে না, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও সেই টাকা পৌঁছচ্ছে।” মমতা বালা ঠাকুরের এই বক্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি এবং মতুয়া মহাসঙ্ঘের একাংশের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তাঁর সমর্থকদের দাবি, “এসআইআরের নামে যে প্রক্রিয়া চলছে, তা মতুয়াদের প্রতি সরাসরি আক্রমণ।” ৫ই নভেম্বর থেকে শুরু হতে চলা এই আমরণ অনশন-এর দিকে এখন রাজ্যজুড়ে নজর। মতুয়া সমাজের বৃহত্তর অংশ এই আন্দোলনের পাশে থাকবে কিনা, তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
