দুবেলা, রিয়া বিশ্বাস: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছিল উত্তেজনার পারদ চূড়ায়। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মুখোমুখি লড়াই মানেই সমর্থকদের রক্তে অ্যাড্রেনালিন। কিন্তু এদিনের ম্যাচে গোলের দেখা না মিললেও রণকৌশল ও ফুটবল বুদ্ধিতে এগিয়ে থেকে বাজিমাত করল লাল-হলুদ শিবির।
গোলশূন্য ড্র হলেও শেষ চারের টিকিট পকেটে পুরল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের প্রতি মুহূর্তের আক্রমণ ঠেকিয়ে নিজেদের রক্ষণভাগে দৃঢ়তা দেখায় ক্লাবের ফুটবলাররা। মাঝমাঠে ছন্দের সঙ্গে পাসিং ফুটবলে পরিষ্কার দেখা গেল তাদের প্রস্তুতির ছাপ। মোহনবাগান একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু গ্রুপে সেরা অবস্থান বজায় রেখে ইস্টবেঙ্গল জায়গা করে নিল সুপার ফোরে।
ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ বলেন, “খেলোয়াড়রা পরিকল্পনা মতো খেলেছে। এই ম্যাচটাই ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট।” অন্যদিকে হতাশ মোহনবাগান শিবির বলছে, “চান্স মিসই কাল হয়ে দাঁড়াল।” গোল না এলেও আবেগ, গর্ব আর লড়াই— সবই ছিল ভরপুর এই ডার্বিতে। লাল-হলুদ শিবিরের মুখে এখন একটাই স্লোগান “সুপার ফোরে দেখা যাবে আসল খেলা!”

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ
