দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রামচরণ

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: দীপাবলির আলোয় আরও এক নতুন সুখবর দ্বিতীয়বার বাবা হচ্ছেন রামচরণ।দক্ষিণী সুপারস্টার রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা কমিনেনি দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন। বৃহস্পতিবার উপাসনা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

ভিডিওটিতে দেখা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে উপাসনা ও রামচরণ। “আমাদের পরিবার আরও বড় হতে চলেছে” এমনই মিষ্টি বার্তায় ভরে উঠেছে তাঁদের পোস্ট। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও, শুভেচ্ছায় ভেসে যান এই তারকা দম্পতি। উল্লেখ্য, রামচরণ ও উপাসনা ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে জন্ম নেয় তাঁদের কন্যা কাইরা। এবার দ্বিতীয়বার বাবা হচ্ছেন ‘আরআরআর’-খ্যাত এই অভিনেতা।

ভক্তরা বলছেন, দীপাবলির এই সময়ে এর চেয়ে বড় সুখবর আর কী-ই বা হতে পারে! সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে “রামচরণের পরিবারের দীপাবলি এবার সত্যিই আলোয় ভরা ”চিরঞ্জীবীর দ্বিতীয়বার দাদু হওয়ার খবরে খুশি ইন্ডাস্ট্রির সকলে।বছরের শুরুর দিকে রামচরণের দ্বিতীয়বার কন্যাসন্তান না হওয়ার জন্য কামনা করেছিলেন চিরঞ্জীবী। এর জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। একজন অভিনেতা কীভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বহু মানুষ।

দুবেলা নিউজকে follow করুনঃ

Related posts

Leave a Comment