দুবেলা, রিয়া বিশ্বাস: শহরের রবিবারের আকাশে রাজনীতির ঢেউ উঠবে অনুমান করা যায়। একদিকে শাসক দলের উদ্যোগে আয়োজিত “সর্ববৃহৎ কার্নিভাল”, অন্যদিকে বিরোধী দল বিজেপি-র শক্তিপ্রদর্শনমূলক প্রতিবাদ মিছিল।
আরও পড়ুনঃনবমীতে শ্রীভূমিতে মহারাজের আবির্ভাব, ভিড় সামলাতে হিমশিম
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলের একদম সর্ববৃহৎ সারিতে থাকবেন। অবশ্য তৃণমূল কংগ্রেস এই মিছিলকে তেমন পাত্তা দিতে নারাজ। পুজো কার্নিভাল,পুজোর শেষে, শেষ পাতে যেন একটা আলাদাই আনন্দ। এই পুরো আয়োজনটি করা হয়েছে কলকাতার রেড রোডে। ইতিমধ্যে সাজসজ্জা আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি পর্ব প্রায় তুঙ্গে।
আরও পড়ুনঃষষ্ঠীর রাতে শহরে জনজোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারে উপচে পড়া ভিড়
শহরের একাধিক রাস্তায় উৎসবের আবহ। কার্নিভালে ঢাক-ঢোল, নাচ-গান আর সাজানো ঝলমলে প্রদর্শনীর আয়োজন। শাসক শিবির দাবি করেছে এটাই নাকি বাংলার সংস্কৃতি, একতা ও আনন্দের প্রতীক। দর্শনার্থীদের দাঁড়িয়ে এবং বসে দেখার ব্যবস্থা করাও হয়েছে কার্নিভালে।
আরও পড়ুনঃ৪৯ বছরে পদার্পণ করল মহেশতলা সম্পা মির্জানগর হাউসিং এস্টেট ফেজ–১ এর দুর্গোৎসব
একদিনে দুই রকম আয়োজন একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মায়ের বিদায় কালে পুজো কার্নিভাল । অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ মিছিল। একটা আলাদাই রাজনৈতিক ঢেউ উঠে আসছে।
দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ