দুবেলা, রিয়া বিশ্বাস: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ডুয়ার্স সহ একাধিক এলাকা জলমগ্ন। নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, ভেঙে পড়েছে একাধিক কাঁচা ঘরবাড়ি, বন্ধ রেল ও সড়ক যোগাযোগের বহু পথ।
আরও পড়ুনঃ নবমীতে শ্রীভূমিতে মহারাজের আবির্ভাব, ভিড় সামলাতে হিমশিম
শিলিগুড়ি শহরের প্রধান সড়কগুলো—হিলকার্ট রোড, সেভক রোড ও বর্ধমান রোডে হাঁটু থেকে কোমর পর্যন্ত জল জমে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি ব্যবস্থার দুরবস্থার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বাজার, স্কুল ও অফিস কার্যত বন্ধ।
জলপাইগুড়ি জেলার পরিস্থিতি আরও উদ্বেগজনক। তিস্তা ও জয়ন্তী নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী গ্রামগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।জলে পরিপূর্ণ উত্তরবঙ্গের একাধিক এলাকা। পাহাড় থেকে ইতিমধ্যে ধস নামতে শুরু করেছে। সরকারি খবর অনুযায়ী এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে জানা গিয়েছে।
আরও পড়ুনঃকেন্দ্র ঘোষিত নতুন GST ১৫০-এর বেশি জিনিসের দাম কমল, সুখবর সাধারণ মানুষের
তবে এখনো উদ্ধার কাজ চলছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আসংখ্যা করা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। সেনা ও এনডিআরএফ দল উদ্ধার কাজে নেমেছে। ইতিমধ্যেই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
:দুবেলা নিউজকে follow করুনঃ
-
https://www.facebook.com/dubelanews
-
https://x.com/dubelanewsdesk
-
https://www.youtube.com/@DUBELANEWS
-
https://www.instagram.com/dubelanews/
মৌসম দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভাবে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ