৪৯ বছরে  পদার্পণ করল মহেশতলা সম্পা মির্জানগর হাউসিং এস্টেট ফেজ–১ এর দুর্গোৎসব 

Spread the love

দুবেলাঃ বাংলার দুর্গোৎসব মানেই শুধু ধর্মীয় আচার নয়, এ এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে থিম ও কল্পনার ভিন্ন ভিন্ন রূপে মণ্ডপসজ্জা পেয়েছে বিশেষ মাত্রা। সেই ধারাতেই এ বছর মহেশতলার সম্পা মির্জা নগর হাউসিং এস্টেট ফেজ–১ পূজা পদার্পণ করছে তাদের ৪৯তম বছরে।

আরও পড়ুনঃ ভারতের হয়ে বিশ্বে ‘শান্তির বার্তা’ বঙ্গ শিল্পীর

মোট ৬৮০টি ফ্ল্যাট-এর বাসিন্দাদের মিলিত উদ্যোগে এই পূজা আজ মহেশতলার অন্যতম দর্শনীয় আয়োজন। প্রতিবছরের মতো এ বছরও থিমে থাকছে অভিনবত্ব—“পুরনো জমিদার বাড়ি”। জমিদারি আবহে প্রবেশদ্বার দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন পূজামণ্ডপে। তখনই তাঁদের মনে হবে যেন তাঁরা পা রেখেছেন বাংলার শতবর্ষ পুরনো জমিদার বাড়িতে। প্রবেশদ্বারগুলো সাজানো হচ্ছে জমিদার বাড়ির আদলে—দৃঢ় খিলান, দোতলার জানলা, বারান্দা, নকশা করা লোহার গ্রিল—সব মিলিয়ে গড়ে উঠছে ইতিহাসের স্পর্শ।

প্রতিমায় ঐতিহ্যের ছোঁয়ায় থিম যতই আধুনিক হোক, প্রতিমায় থাকবে চিরাচরিত আভা। কুমোরটুলি থেকে আসছে সম্পূর্ণ ঐতিহ্যবাহী প্রতিমা। শাস্ত্রানুসারে গড়া এই প্রতিমা মণ্ডপসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে পূজাকে দেবে ভক্তিভরা আবহ। সামাজিক মিলনমেলায় হাউসিং এস্টেটের দুর্গোৎসব শুধু পূজাই নয়, এটি বাসিন্দাদের মিলনস্থল। ছোট থেকে বড়, সবাই এই উৎসবকে ঘিরে তৈরি করে অসংখ্য স্মৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, সবার জন্য আয়োজন—সব মিলিয়ে এই পূজা প্রতি বছরই হয়ে ওঠে এক ‘পারিবারিক উৎসব’।

আরও পড়ুনঃ কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ নাকি শুকনো হলুদ, কোনটি ভালো জানেন আপনি?

৪৯ বছরের যাত্রা প্রায় পাঁচ দশকের কাছাকাছি যাত্রা অতিক্রম করেও এই পূজা আজও প্রাণবন্ত। প্রতিটি বছর নতুন থিম, নতুন ভাবনা আর নতুন উদ্যম নিয়ে আবির্ভূত হয়। এবারের জমিদার বাড়ি থিম তাই কেবল দর্শনীয় নয়, বরং অতীত ও বর্তমানের সেতুবন্ধন।

আরও পড়ুনঃ ব্যাটারি লাইফ নিয়ে উঠছে প্রশ্ন: অ্যাপলের সর্বশেষ আপডেট iOS ২৬

মহেশতলার সম্পা মির্জা নগর হাউসিং এস্টেট ফেজ–১ দুর্গোৎসব কেবল স্থানীয়দের নয়, আশেপাশের এলাকার মানুষের কাছেও সমান আকর্ষণীয়। এবছর জমিদার বাড়ির আভিজাত্যে মণ্ডপসজ্জা যেন দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যাবে বাংলার গৌরবময় ঐতিহ্যের পৃষ্ঠায়। আর দেবীর আরাধনায় মিলবে ভক্তি, আনন্দ ও সামাজিক বন্ধনের অপরূপ সমাহার।

দুবেলা নিউজকে follow করুনঃ

Related posts

Leave a Comment