ASBM বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট পেলেন রবীন্দ্র চামারিয়া

Spread the love

দুবেলা, কৃশানু দে: ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র চামারিয়াকে ম্যানেজমেন্টে সম্মানসূচক ডক্টর অফ ফিলসফি (পিএইচ.ডি.) প্রদান করল এএসবিএম বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ভুবনেশ্বরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান দেওয়া হয়।

আরও পড়ুনঃ বৃষ্টি ভেজা বিকেলে শারদ উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর, কটাক্ষ বিরোধী দলনেতার!

উদ্যোক্তা হিসেবে তাঁর অবদান, প্রতিষ্ঠান গড়ে তোলা, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও ব্যবসায়িক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা জানায় বিশ্ববিদ্যালয়। তাঁর নেতৃত্বে ইনফিনিটি গ্রুপ কলকাতার সল্টলেক সেক্টর–ফাইভে তথ্যপ্রযুক্তি পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা নেয় এবং পূর্ব ভারতের অন্যতম প্রযুক্তি–কেন্দ্র হিসেবে পরিচিতি পায় ওই অঞ্চল। শ্রী রবীন্দ্র চামারিয়া বৃন্দাবনের ‘কৃষ্ণ ভূমি’ আবাসন প্রকল্পের কর্ণধার। এই টাউনশিপ গড়ে উঠছে বিশ্বের সর্বোচ্চ কৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করে। ব্যবসার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে—অক্ষয়পাত্র ফাউন্ডেশন, জয়পুর ফুট, উদয়ন কেয়ার, রাউন্ড টেবিল ইন্ডিয়া, বিদ্যা ভারতী, রামকৃষ্ণ মিশন এবং জাগৃতি ধাম সিনিয়র লিভিং-এর মতো সংস্থার কর্মকাণ্ডে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

সম্মান গ্রহণ করে শ্রী রবীন্দ্র চামারিয়া বলেন, “এএসবিএম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সম্মান পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ইনফিনিটি পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই যাত্রা অর্থবহ হয়েছে। ব্যবসায় উৎকর্ষের পাশাপাশি সমাজের কল্যাণে প্রতিষ্ঠান গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য,এই সম্মান সেই লক্ষ্যকেই উৎসর্গ করছি।”

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় AI ছবি ট্রেন্ড কতটা নিরাপদ?

ওড়িশা সরকার ২০১৯ সালে এএসবিএম বিশ্ববিদ্যালয় গড়ে তোলে। এর শিকড় প্রসারিত রয়েছে ২০০৬ সালে প্রতিষ্ঠিত এশিয়ান স্কুল অব বিজনেস ম্যানেজমেন্টে। স্বল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়টি দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছে। এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, ছাত্রছাত্রী ও বিভিন্ন ক্ষেত্রের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment