দুবেলা, রিয়া বিশ্বাস: বুধবার অসমের ধুবরিতে ST বা উপজাতি মর্যাদার দাবিতে পথে নেমেছে কোচ-রাজবংশী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। এক বৃহৎ জমায়েত পরিণত হয় আসামের উত্তপ্ত এলাকা। এমনকি ছাত্রদের ওপর বিজেপি শাসিত অসীম সরকারের পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ তোলেন রাজবংশীরা।
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি দ্রুতই অগ্নিগর্ভ হয়ে ওঠে। মিছিল থামাতে ও ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। হঠাৎ সংঘর্ষে পড়ুয়াদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিনা উস্কানিতেই লাঠিচার্জ চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক রাজবংশী পড়ুয়া ও সাধারণ আন্দোলনকারী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে বহুজনকে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোচ-রাজবংশীদের উপজাতি মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই রাজপথে নেমেছেন ছাত্রছাত্রীরা। আন্দোলনকারী এক পড়ুয়া জানান, “আমরা বছরের পর বছর ধরে অবহেলিত। আমাদের দাবি মানতে হবে, নইলে এই আন্দোলন আরও জোরদার হবে।”
এই ঘটনার পর বৃহস্পতিবার অসমে 12 ঘণ্টার জন্য বন্ধ ডাকেন কোচ রাজবংশীরা। অসমের মুখ্যমন্ত্রী ইমাদ বিশ্বশর্মা তিনি বলেন “এটা খুব দুর্ভাগ্যজনক,আমি পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছি। একজন অফিসারকে সাসপেন্ড করেছি। পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলেছি যেসব পুলিশ বেশি বাড়াবাড়ি করেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।”
ধুবরির ঘটনার জেরে গোটা অসমে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে আন্দোলন আরও তীব্র হলে উত্তর-পূর্বাঞ্চলের রাজনীতিতে তার প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ