মালদার যুবক ওড়িশায় বাংলাদেশি ভেবে পুলিশের হাতে অত্যাচারের শিকার

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদা জেলা থেকে ওড়িশায় গিয়েছিলেন এক যুবক। তবে সেখানে গিয়ে ঘটল অপ্রত্যাশিত বিপর্যয়। স্থানীয় পুলিশের সন্দেহের বশে তাঁকে বাংলাদেশি ভেবে গ্রেপ্তার করা হয় এবং মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদার গাজল থানার বাসিন্দা বিনয় বেশ্রা নামে ওই যুবক বেশ কয়েক মাস আগে চাকরির খোঁজে ওড়িশার যান। এক ঠিকাদারের সাথে কাজের সূত্রে।কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে পুলিশ তাঁকে আটক করে। অভিযোগ, নথিপত্র না থাকায় তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি শারীরিক নির্যাতন করা হয়।

অভিযোগ, পুলিশের হাতে মারধরের ফলে গুরুতর আহত হন ওই যুবক। এমনকি তার পায়ের তলায় বেধড়ক মেরে হাঁটাচলার ক্ষমতা পর্যন্ত হারায়। পরে সহকর্মীরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ তুলে ধরেন। আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের কপি দেখানো হয়। বর্তমানে তার পুরোপুরি সুস্থ হতে কিছু দিন সময় লাগবে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর পরিবারে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। যুবকের মা বলেন, “আমার ছেলে রোজগারের জন্য এত দূরে গিয়েছিল। অথচ ওখানে গিয়ে এমন অপমান আর নির্যাতনের শিকার হতে হল। আমরা চাই সরকার এর সঠিক তদন্ত করুক।”
ঘটনায় স্থানীয় সামাজিক সংগঠনগুলোও ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, প্রমাণ ছাড়া কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া অত্যন্ত লজ্জাজনক ও মানবাধিকার লঙ্ঘন। তাঁরা রাজ্য প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এদিকে পুলিশ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, ওই যুবকের কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলছিল। তাঁকে বাংলাদেশি হিসেবে অভিযুক্ত করার কোনো উদ্দেশ্য ছিল না। তবে নির্যাতনের অভিযোগের বিষয়ে তারা মুখ খুলতে নারাজ। ঘটনাটি রাজনৈতিক মহলেও আলোড়ন তুলেছে। বিরোধী দলগুলির অভিযোগ, অন্য রাজ্যে বাংলার শ্রমিকরা প্রায়শই বৈষম্য ও অপমানের শিকার হন। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

বর্তমানে মালদার ওই যুবক হাসপাতাল থেকে ছাড়া পেলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনাটি প্রমাণ করে দিল, রুজির টানে ভিনরাজ্যে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা আজও বড় প্রশ্নচিহ্নের মুখে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment