দুবেলা, রিয়া বিশ্বাস: দীর্ঘ প্রতীক্ষার অবসান।বনগাঁ লোকাল মানেই দীর্ঘ পথ ঠাসাঠাসী করে গন্তব্যে পৌঁছানো। অবশেষে একটু স্বস্তি পেল বনগাঁ লোকালের যাত্রীরা। শুক্রবার সকাল থেকে বনগাঁ লাইনে চালু হলো প্রথম এয়ার কন্ডিশন্ড লোকাল ট্রেন। এই নতুন ট্রেনের যাত্রা শুরু হতেই সাধারণ যাত্রী থেকে শুরু করে রেলপ্রেমীদের মধ্যে দেখা গেল প্রবল উচ্ছ্বাস। ভিড় জমলো প্ল্যাটফর্মে, অনেকে আবার বিশেষভাবে এসেছিলেন প্রথম দিনের এসি লোকালে যাত্রা করে উপভোগ করতে ।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বনগাঁ শাখা রেলপথে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। গরম ও ভিড়ের জন্য যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি আরামদায়ক পরিবহনের। সেই চাহিদা পূরণ করতেই এই এসি লোকাল চালু হলো। আধুনিক প্রযুক্তিতে নির্মিত ট্রেনটিতে রয়েছে উন্নতমানের কুলিং সিস্টেম, অগ্নিনির্বাপক ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা এবং স্বয়ংক্রিয় দরজা। ফলে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দুটোই মিলবে এই পরিষেবায়।
প্রথম দিনেই দেখা গেল যাত্রীদের মুখে হাসি। বনগাঁ থেকে সিয়ালদহ পর্যন্ত প্রায় দু ঘণ্টার যাত্রা এবার হবে আরও আরামদায়ক। আছে ট্রেনে উঠে আগে যাত্রী বললেন , “গরমকালে অফিস যাওয়া আসা সত্যিই দুঃসহ হয়ে উঠত। আজ এসি লোকালে উঠে মনে হলো যেন বড় শহরের মতোই সুযোগ সুবিধা পাচ্ছি।” অনেকেই ছবি তুললেন, ভিডিও করলেন এই নতুন অভিজ্ঞতা ধরে রাখার জন্য।
তবে ভাড়া নিয়ে যাত্রী মহলে কিছুটা আলোচনা হয়েছে। সাধারণ লোকালের তুলনায় এই ট্রেনের ভাড়া কিছুটা বেশি। বনগাঁ থেকে শিয়ালদহ পর্যন্ত ১২০ টাকা ভাড়া রাখা হয়েছে। যদিও অধিকাংশ যাত্রীই মনে করছেন, আরামদায়ক ও নিরাপদ যাত্রার জন্য এই অতিরিক্ত খরচ সঙ্গত। বিশেষত যাঁরা প্রতিদিন দূরপথে যাতায়াত করেন, তাঁদের মতে এই ট্রেন নিঃসন্দেহে যাত্রাপথকে সহজ করে তুলবে। রেলের এক আধিকারিক জানান, “প্রথম দিনে যাত্রীদের সাড়া দেখে আমরা উৎসাহিত। ভবিষ্যতে এই লাইনে আরও এসি লোকাল বাড়ানোর পরিকল্পনা রয়েছে।” অর্থাৎ খুব শিগগিরই আরও উন্নত পরিষেবা পেতে পারেন বনগাঁ লাইনের যাত্রীরা।
আজকের দিনটি অনেকের কাছে উৎসবের মতো মনে হয়েছে। কেউ আবার বললেন, “আগে ভাবতাম হয়তো এমন সুবিধা পাওয়া যাবে না। আজ আমাদের লাইনেও এলো এসি লোকাল, সত্যিই গর্বের বিষয়”।বনগাঁ লাইনের এই নতুন অধ্যায় কেবল যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াল না, বরং এক নতুন যুগের সূচনা করল শহরতলির রেল পরিষেবায়। আশা করা যায়, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষের প্রতিদিনের যাত্রা আরও আরামদায়ক ও আনন্দময় হয়ে উঠবে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ