একলাফে ২৫ হাজার টাকা দুর্গাপুজোর অনুদান বৃদ্ধি মুখ্যমন্ত্রীর, পাল্টা খোঁচা শুভেন্দুর

Spread the love

দুবেলা, পুজা বসুঃ  রাজ্যজুড়ে এখন ভোটের আমেজ তবে পুজো আসতেও আর বেশী দেরি নেই। তাই ভোটের মুখে পুজো কমিটি গুলির জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। একলাফে ২৫ হাজার টাকা অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত মমতার সাথে বেশ কিছু নির্দেশিকাও দিলেন তিনি। “ঘুষ দিয়ে লাভ নেই ” পাল্টা খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী।

সেপ্টেম্বরের শেষই এবারের পুজো । হাতে আর খুব বেশিদিন সময় বাকি নেই। তাই আজ বৃহষ্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটি গুলির সাথে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রত্যেক বছর পূজো কমিটি গুলিকে অনুদান দেওয়া হয়। আগের বার অর্থাৎ ২০২৪ সালে পূজো কমিটি গুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিলো । এবার একলাফে ২৫ হাজার টাকা বাড়িয়ে ১লাখ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে প্রত্যেকটি পুজোকমিটিকে । তার সাথে এবার বিদ্যুতের বিলেও ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশপাশি কমিটিগুলোর ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করার কথাও বলেন মূখ্যমন্ত্রী ।

পাশপাশি দর্শনার্থী নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া নিয়ে তিনি বলেন,” পুলিশ কন্ট্রোলরুম, জেলা ও রাজ্য কন্ট্রোলরুম, সব জায়গায় সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। মেয়েদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।” ভিড় টানার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলেন তিনি। এছাড়া ট্রান্সপোর্ট দফতরকে পুজোর কটাদিন বেশী সংখ্যায় সরকারি বাস চালানোর নির্দেশ দেন তিনি সাথে ট্রেন ও মেট্রো চলাচল নিরোবিছিন্ন রাখতে রেলের সাথে কথা বলারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ঘোষণার পাশপাশি সরকারি অনুদান মামলার কথা উল্লেখ করে এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ” আমি যে পুজোয় টাকা দিই তা নিয়েও ওদের আপত্তি। এটা নিয়ে মামলা করেছিল । আরে পুজোয় আমরা সবাই আনন্দ করি একটু টাকা দিলে ওদের পুজোটা যদি আরেকটু ভালো হয়, তাহলে ক্ষতিটা কী? একদিকে বলবে , আমি নাকি বাংলায় দুর্গা, কালী পূজো, সরস্বতী পুজো করতে দিই না । আবার আমি পুজোয় অনুদান দিলেও আপত্তি করবে।” পাশাপাশি অনুদান দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চরান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ঘুষ দিয়ে লাভ নেই , কর্মচারীদের ডি. এ টা কমপ্লিট করুন। যা পারেন করুন তবে আগে চাকরি দিন। ৬ লক্ষ পোস্ট শূণ্য আছে। “

এদিনের বৈঠকে সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে, ২, ৩, ও ৪ তারিখ কমিটি গুলির নিজের ইচ্ছামত দিনে প্রতিমা বিসর্জন দিতে পারবেন এবং ৫ তারিখ কার্নিভালের কথাও ঘোষণা করেন তিনি। বৈঠকের সর্বধর্ম সমন্বয় -র বার্তাও দেন মূখ্যমন্ত্রী। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ” এখন পুজোর টাকা বাড়ালেন কিছুদিন পরে ইমামদেরও ৫০০ টাকা করে বাড়বে।”

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment