ভারতে Realme 15 Pro এর দাম কত জানেন!

Spread the love

দুবেলা, অনুষ্কা ঘোষঃ Realme নিয়ে আসছে তাদের স্মার্টফোনের নতুন প্রজন্ম Realme 15 Pro, যেটি হতে চলেছে সর্বশেষ প্রিমিয়াম মিড রেঞ্জ ফোন। এটির বিশেষ আকর্ষণ হল ডিজাইন, ক্যামেরা এবং এটির মধ্যে সবথেকে বেশি জোর দেওয়া হবে AI ফিচারের উপর। এই ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে। তবে 8GB+256GB স্টোরেজের দাম 33,999 টাকা। 12GB+256GB স্টোরেজ 35,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 12GB+512GB স্টোরেজের দাম 38,999 টাকা।

আশা করা যায় Realme 15 pro সিরিজটি এই চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া Realme 14 সিরিজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। Realme 15 pro সৃষ্টিকে আগে সিরিজের থেকে বেশি পারফরমেন্স ক্যামেরা কোয়ালিটি ও ডিজাইনের উন্নতি দেখা যাবে। এই বিষয়গুলি সম্বন্ধে ইতিমধ্যেই Realme ইঙ্গিত দিয়েছে। Realme 15 Pro তে আপগ্রেডেড হার্ডওয়্যার ও স্মার্ট সফটওয়্যার ফিচার থাকছে যা আগামী দিনের ফোন ব্যবহারে অনেক সহজলভ্য হয়ে উঠবে।

Realme 15 Pro ভারতের লঞ্চের আর মাত্র কিছুদিন বাকি এর মধ্যেই ডিভাইসগুলির সম্ভাব্য চিত্র আমাদের সামনে প্রকাশ পেয়েছে, যা ক্রেতাদের একটা স্পষ্ট ধারণা দিচ্ছে এবং বাজারে এটি কিভাবে অবস্থান করবে সেটির ও দৃশ্য ফুটে উঠছে।

Related posts

Leave a Comment